Logo
Logo
×

কোভিড-১৯

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে আ’লীগের খাদ্যসামগ্রী বিতরণ

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০১ মে ২০২০, ০৪:৪১ পিএম

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে আ’লীগের খাদ্যসামগ্রী বিতরণ

করোনার কারণে অসহায়, কর্মহীন, বেকার ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর পক্ষ থেকে শুক্রবার দুপুরে নগরীর আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ প্রাঙ্গণে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু, জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আখেরুল ইমাম সোহাগ, মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রাসেল পাঠান, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক দেবাশীষ পান্না, মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোফাখখার হোসেন খোকন, মহানগর শ্রমিক লীগের আহ্বায়ক আবুল খায়ের চৌধুরী, যুগ্ম-আহবায়ক শামসুল আলম, গৌতম এস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরকার মো. সব্যসাচী প্রমুখ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম