Logo
Logo
×

কোভিড-১৯

মেস থেকে বের করে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যা

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০১ মে ২০২০, ০৪:৪৮ পিএম

মেস থেকে বের করে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যা

তৌহিদুল ইসলাম খান

ময়মনসিংহ নগরীতে তৌহিদুল ইসলাম খান (২৫) নামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার ভোরে নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তৌহিদুল ইসলাম খান নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার রামেশ্বরপুর গ্রামে সাইফুল ইসলাম খানের ছেলে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স শেষ বর্ষের ছাত্র ছিলেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, তিনকোনা পুকুরপাড় এলাকায় জনৈক আদিলের বাসার নিচতলায় মেসে ভাড়া থাকতেন ওই শিক্ষার্থী। সেহরির সময় তাকে কে বা কারা রুম থেকে বের করে কক্ষের সামনে বুকে ও হাতে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে বাড়ির মালিকসহ আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিছুক্ষণ পর তিনি মারা যান।

ওসি জানান, ওই বাড়ির ছাদের দরজা খোলা ছিল কিন্তু বাসার নিচে কলাপসিবল গেট বন্ধ ছিল। পূর্ব শত্রুতার জেরে দুর্বত্তরা ছাদ দিয়ে প্রবেশ করে তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

ময়মনসিংহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম