Logo
Logo
×

কোভিড-১৯

নির্দেশনা অমান্য করায় রাজধানীতে দুই ব্যবসায়ীকে জরিমানা

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৪ মে ২০২০, ০৪:২৪ পিএম

নির্দেশনা অমান্য করায় রাজধানীতে দুই ব্যবসায়ীকে জরিমানা

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার, মগবাজার মোড় ও ইস্কাটন রোড এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সে সময় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় দুটি প্রতিষ্ঠানকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা যুগান্তরকে বলেন, হাতিরপুল কাঁচাবাজারে পণ্যের দাম স্থিতিশীল পাওয়া গেলেও সামাজিক দূরত্ব মেনে না চলায় বেশ কয়েকজনকে সাবধান করা হয়।

এছাড়াও পড়ে মগবাজার মোড় ও ইস্কাটন এলাকায় এলাকায় অভিযান চালিয়ে দেখা যায় সরকারের নির্দেশ উপেক্ষা করে বিকেল সাড়ে ৫টা পেরিয়ে গেলেও দোকান খোলা রয়েছে। এরই প্রেক্ষিতে বেস্ট চয়েস ও হক মটরস নামে দুটি দোকানকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অন্যান্যদের সতর্ক করা হয়।

করোনাভাইরাস রাজধানী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম