মুনতাসীর মামুনের জন্য মেডিকেল বোর্ড, কেবিনে স্থানান্তর
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০৫ মে ২০২০, ০৯:৩৮ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মুনতাসীর মামুনের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ছয় সদস্যের এ বোর্ড গঠন করা হয়েছে।
এ তথ্য জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য ও মুগদা জেনারেল হাসপাতালের নাক, কান গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু।
এর আগে মুনতাসীর মামুনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মঙ্গলবার আইসিইউ (নিবিড় পরিচর্যাকেন্দ্র) থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
মুগদা জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের প্রধান অধ্যাপক মনিলাল ছাড়াও মেডিকেল বোর্ডে রয়েছেন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক রুবীনা ইয়াসমীন, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আহসানুল হক, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক সালাউদ্দিন উলুব্বী, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান, এনেসথেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক মো. আনিসুর রহমান।
কোভিড ১৯-এর উপসর্গ নিয়ে রোববার রাতে হাসপাতালে ভর্তি হন মুনতাসীর মামুন। রাতেই তাকে আইসিইউতে নেয়া হয়।
পরে সোমবার দুপুরে চিকিৎসকরা জানান, তিনি কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন।
ডা. মনিলাল জানান, ৬৯ বছর বয়সী এই অধ্যাপকের হৃদরোগের পাশাপাশি শ্বাসকষ্টও রয়েছে। তার যে শারীরিক অবস্থা তাতে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
