Logo
Logo
×

কোভিড-১৯

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৩৯ পুলিশ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৫ মে ২০২০, ১০:৫৩ এএম

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৩৯ পুলিশ

গত ২৪ ঘণ্টায় পুলিশের আরও ২৩৯ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত কয়েক দিনে পুলিশ সদস্যদের এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত সব মিলিয়ে করোনা আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে।

পুলিশের সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, দেশে করোনা হানা দেওয়ার পর থেকে মঙ্গলবার (৫ মে) পর্যন্ত পুলিশের এক হাজার ১৫৩ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন পাঁচ জন।

সোমবার (৪ মে) আক্রান্তের সংখ্যা ছিল ৯১৪ জনে। আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ জন। আইসোলেশনে আছেন ৩১৫ জন। কোয়ারান্টিনে আছেন এক হাজার ২৫০ জন।

করোনাভাইরাস পুলিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম