Logo
Logo
×

কোভিড-১৯

যে কারণে ফেসবুক ব্যবহারে কর্মকর্তাদের সতর্ক করল সরকার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২০, ০৫:০৬ এএম

যে কারণে ফেসবুক ব্যবহারে কর্মকর্তাদের সতর্ক করল সরকার

ফেসবুক, ছবি সংগৃহীত

বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীদের  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারে সতর্ক করেছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে– সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন পোস্টে কমেন্ট, লাইক দেয়া থেকে বিরত থাকতে হবে। এ ছাড়া ফেসবুকে বন্ধু নির্বাচনেও সতর্ক থাকতে হবে।

 

এখন প্রশ্ন হলো– হঠাৎ করেই কেন এমন সতর্কতা? কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসের কারণে বর্তমানে সারাবিশ্বে অস্থিরতা চলছে। এ জন্য এই সতর্কতা।

এ নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব এবং দায়িত্বজ্ঞানহীন পোস্টের কারণে সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। আর কাজটি যদি করে থাকেন সরকারের কর্মকর্তা-কর্মচারীরা।

এ কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিকমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে বলা হয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার বিষয়টি আরেকবার মনে করিয়ে দেয়া ও জোর দেয়ার জন্য এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে। সরকারের পরিপত্রে মোট আটটি নির্দেশনা জারি করা হয়েছে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

ফেসবুক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম