টিউশনির টাকায় খাদ্যসামগ্রী বিতরণ
কুমিল্লার হোমনা প্রেস ক্লাবের মহিলাবিষয়ক সম্পাদক সোনিয়া আফরিন তার টিউশনির টাকা থেকে করোনার কারণে ঘরে থাকা হতদরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
বৃহস্পতিবার বিকালে বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ বাসভবনে পৌর সভার ৫নং ওয়ার্ডের ৫০টি পরিবারের মাঝে এ ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
ইফতারসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, ছোলা, চিনি ও মুড়ি ইত্যাদি।
হোমনা প্রেস ক্লাবে সভাপতি ও যুগান্তর প্রতিনিধি মো. আবদুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক হোমনা কণ্ঠের সম্পাদক ও প্রকাশক মো. আবদুস সালাম ভূঁইয়া, প্রচার সম্পাদক ও সমাজকণ্ঠের প্রতিনিধি কবি দেলোয়ার, ব্রাহ্মণবাড়িয়া টিভির প্রতিনিধিসহ তার পরিবারের লোকজন এ সময় উপস্থিত ছিলেন।
জানা গেছে, সাংবাদিক সোনিয়া আফরিন ইডেল বিশ্ববিদ্যালয় কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। তিনি দৈনিক শ্রমিক পত্রিকায় সাংবাদিকতার পাশাপাশি টিউশনি করে লেখাপড়ার খরচ চালান। তার বাবার মৃত্যুবার্ষিকীতে সে টাকা থেকে এ ইফতারসামগ্রী বিতরণ করেন তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
টিউশনির টাকায় খাদ্যসামগ্রী বিতরণ
কুমিল্লার হোমনা প্রেস ক্লাবের মহিলাবিষয়ক সম্পাদক সোনিয়া আফরিন তার টিউশনির টাকা থেকে করোনার কারণে ঘরে থাকা হতদরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
বৃহস্পতিবার বিকালে বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ বাসভবনে পৌর সভার ৫নং ওয়ার্ডের ৫০টি পরিবারের মাঝে এ ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
ইফতারসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, ছোলা, চিনি ও মুড়ি ইত্যাদি।
হোমনা প্রেস ক্লাবে সভাপতি ও যুগান্তর প্রতিনিধি মো. আবদুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক হোমনা কণ্ঠের সম্পাদক ও প্রকাশক মো. আবদুস সালাম ভূঁইয়া, প্রচার সম্পাদক ও সমাজকণ্ঠের প্রতিনিধি কবি দেলোয়ার, ব্রাহ্মণবাড়িয়া টিভির প্রতিনিধিসহ তার পরিবারের লোকজন এ সময় উপস্থিত ছিলেন।
জানা গেছে, সাংবাদিক সোনিয়া আফরিন ইডেল বিশ্ববিদ্যালয় কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। তিনি দৈনিক শ্রমিক পত্রিকায় সাংবাদিকতার পাশাপাশি টিউশনি করে লেখাপড়ার খরচ চালান। তার বাবার মৃত্যুবার্ষিকীতে সে টাকা থেকে এ ইফতারসামগ্রী বিতরণ করেন তিনি।