জবি সাংবাদিক সমিতির সদস্য করোনা আক্রান্ত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২০, ০১:০৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
করোনায় আক্রান্ত ওই শিক্ষার্থী জানান, ১ মে থেকেই গলাব্যথা ও জ্বরে ভুগছিলেন। এরপর ৪ মে নিজ জেলার সদর হাসপাতালে করোনা পরীক্ষা করতে দেন। সোমবার রাতে করোনা পজিটিভ বলে শনাক্ত হয়। তার পরিবার করোনার ঝুঁকিতে আছে। তিনি এখন সবার কাছে দোয়া চেয়েছেন।
জবি সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবির বলেন, আমাদের ওই সদস্য চিকিৎসাধীন আছেন। তার সার্বক্ষণিক খোঁজ-খবর নেয়া হচ্ছে। যে কোনো প্রয়োজনে আমরা তার পাশে আছি।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, করোনাভাইরাসে আক্রান্ত শিক্ষার্থীর চিকিৎসার জন্য কোনো দরকার হলে সিভিল সার্জনের সঙ্গে কথা বলব। করোনায় আক্রান্তদের চিকিৎসাসেবা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আমি তার চিকিৎসাসেবার ব্যাপারে যোগাযোগ রাখব।
