নোয়াখালীতে সিভিল সার্জন অফিস ‘লকডাউন’, আক্রান্ত আরও ৩৬
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২০, ০৫:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিভিল সার্জন কার্যালয়ের ৬ কর্মচারীসহ নোয়াখালীতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত ২৬৩ জন।
এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে জেলা সিভিল সার্জন কার্যালয় লকডাউন ঘোষণা না করলেও দাফতরিক সব কার্যক্রম বাসায় থেকে করা হচ্ছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৬ জন। যার মধ্যে জেলার কবিরহাট উপজেলায় ১৮ জন, বেগমগঞ্জে ৬ জন, সদরে ১, কোম্পানীগঞ্জে ২, সুবর্ণচরে ৩ জন ও জেলা সিভিল সার্জন অফিসে ৬ জন।
সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আসা রিপোর্টে আমাদের কার্যালয়ের ৬ জন কর্মচারীর নমুনা পজিটিভ এসেছে। অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অফিসের দাফতরিক সব কার্যক্রম বাসা থেকে করা হবে। অফিস লকডাউনের মতো থাকবে।
জেলায় মোট ২৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এর মধ্যে বেগমগঞ্জে ১২৯ জন, সদরে ২৭ জন, কবিরহাটে ৩৮, চাটখিলে ২০, সোনাইমুড়ীতে ১৫ জন, হাতিয়ায় ৬ জন, সেনবাগে ৭ জন, কোম্পানীগঞ্জ ৭, সুবর্ণচর উপজেলায় ৮ ও সিভিল সার্জন কার্যালয়ের ৬ জন রয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪ জন। সুস্থ হয়েছেন ২৭ জন।
