Logo
Logo
×

কোভিড-১৯

আ’লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাদেল করোনা আক্রান্ত

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২২ মে ২০২০, ০৩:৩৯ পিএম

আ’লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাদেল করোনা আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাদেলের ঘনিষ্ঠজন মুক্তাদির আহমদ মুক্তা। তিনি জানান, খানিকটা জ্বর অনুভব করায় গত বুধবার নিজেই করোনা পরীক্ষার উদ্যোগ নেন নাদেল। বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।

এ ব্যাপারে শফিউল আলম নাদেল বলেন, বৃহস্পতিবার রাতে করোনা শনাক্ত হওয়ার তথ্য জানার পর থেকেই বাসায় আইসোলেশনে আছি, সবার দোয়া চাই।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিলে শফিউল আলম নাদেল সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। তিনি দলটির ময়মনসিংহ বিভাগের দায়িত্বে রয়েছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের দায়িত্ব পালন করছেন।

সিলেট শফিউল আলম চৌধুরী নাদেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম