করোনায় মারা যাচ্ছেন হাজারো মানুষ, ট্রাম্প ব্যস্ত গলফ খেলায়!
যুগান্তর ডেস্ক
২৪ মে ২০২০, ১৭:০৬:৪৭ | অনলাইন সংস্করণ
কোভিড-১৯ মহামারীতে রোজ মারা যাচ্ছে হাজারো মানুষ। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোশ মেজাজে গলফ খেলায় ব্যস্ত।
যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ৯৮ হাজার ছাড়ালেও ট্রাম্প শনিবার ‘প্রিয়’গলফ খেলে সময় কাটান।
নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ট্রাম্প অনেক দিন পর উত্তর ভার্জিনিয়ায় নিজের নামে করা গলফ ক্লাবে পা রাখেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার গলফ খেলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে ১৮টি কোর্সের সবগুলো ঘুরতে দেখা গেছে। কিন্তু অবাক করার বিষয় হল তার সঙ্গে থাকা তিন ব্যক্তির মুখে মাস্ক ছিল না। ছিল না ট্রাম্পের মুখেও।
মহামারী করোনাভাইরাসকে গুরুত্ব না দেয়া ডোনাল্ড ট্রাম্প বহু দিন ধরে সমালোচিত হচ্ছেন।ট্রাম্প প্রশাসনের ব্যর্থতায় যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে অভিযোগ।
সামনের নির্বাচনের আগে করোনা নিয়ে ট্রাম্প বেশ চাপে আছেন। তিনি চেষ্টা করছেন নিজ দেশের বিভিন্ন অঞ্চল থেকে লকডাউন উঠিয়ে অর্থনীতি সচল করতে। কিন্তু দেশটিতে এখন পর্যন্ত ৯৮ হাজারের বেশি মানুষ মারা যাওয়ায় সেটি শতভাগ সম্ভব হচ্ছে না
এমন পরিস্থিতিতে ট্রাম্প গত ৭৬ দিন গলফ খেলতে পারেননি। খেলার জন্য তিনি কতটা মুখিয়ে ছিলেন সেটি বোঝা যায় তার ১৭ মার্চের বক্তব্য থেকে।
গলফ নিয়ে সেদিন সাংবাদিকদের বলেন, ‘আমি এটি খুব মিস করি। সমস্যা শুরু হওয়ার পর সত্যি আমি খেলিনি।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
করোনায় মারা যাচ্ছেন হাজারো মানুষ, ট্রাম্প ব্যস্ত গলফ খেলায়!
কোভিড-১৯ মহামারীতে রোজ মারা যাচ্ছে হাজারো মানুষ। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোশ মেজাজে গলফ খেলায় ব্যস্ত।
যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ৯৮ হাজার ছাড়ালেও ট্রাম্প শনিবার ‘প্রিয়’গলফ খেলে সময় কাটান।
নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ট্রাম্প অনেক দিন পর উত্তর ভার্জিনিয়ায় নিজের নামে করা গলফ ক্লাবে পা রাখেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার গলফ খেলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে ১৮টি কোর্সের সবগুলো ঘুরতে দেখা গেছে। কিন্তু অবাক করার বিষয় হল তার সঙ্গে থাকা তিন ব্যক্তির মুখে মাস্ক ছিল না। ছিল না ট্রাম্পের মুখেও।
মহামারী করোনাভাইরাসকে গুরুত্ব না দেয়া ডোনাল্ড ট্রাম্প বহু দিন ধরে সমালোচিত হচ্ছেন।ট্রাম্প প্রশাসনের ব্যর্থতায় যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে অভিযোগ।
সামনের নির্বাচনের আগে করোনা নিয়ে ট্রাম্প বেশ চাপে আছেন। তিনি চেষ্টা করছেন নিজ দেশের বিভিন্ন অঞ্চল থেকে লকডাউন উঠিয়ে অর্থনীতি সচল করতে। কিন্তু দেশটিতে এখন পর্যন্ত ৯৮ হাজারের বেশি মানুষ মারা যাওয়ায় সেটি শতভাগ সম্ভব হচ্ছে না
এমন পরিস্থিতিতে ট্রাম্প গত ৭৬ দিন গলফ খেলতে পারেননি। খেলার জন্য তিনি কতটা মুখিয়ে ছিলেন সেটি বোঝা যায় তার ১৭ মার্চের বক্তব্য থেকে।
গলফ নিয়ে সেদিন সাংবাদিকদের বলেন, ‘আমি এটি খুব মিস করি। সমস্যা শুরু হওয়ার পর সত্যি আমি খেলিনি।’