Logo
Logo
×

কোভিড-১৯

নোয়াখালীতে বিশেষ সহায়তার তালিকায় ব্যাংকার সরকারি চাকুরে উচ্চবিত্ত

Icon

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২০, ০৩:০৬ পিএম

নোয়াখালীতে বিশেষ সহায়তার তালিকায় ব্যাংকার সরকারি চাকুরে উচ্চবিত্ত

নোয়াখালীর চাটখিল উপজেলার এক ইউনিয়নে করোনা পরিস্থিতিতে মানবিক সহায়তার আড়াই হাজার টাকার তালিকায় ব্যাংকার, সরকারি চাকরিজীবীসহ উচ্চবিত্তদের নাম এসেছে। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পাঁচগাঁও ইউনিয়নে করোনা পরিস্থিতিতে মানবিক সহায়তার আড়াই হাজার টাকার তালিকায় ব্যাংকার, সরকারি চাকুরিজীবীসহ উচ্চবিত্তদের নাম থাকায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসকের নির্দেশে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নোটিশ বোর্ডে ওই তালিকা টানানো হয়। তালিকা প্রকাশের পর স্থানীয় লোকজন ওই তালিকা দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন।

তালিকায় চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামাল হোসেনের নাম ২৪৯ নাম্বারে রয়েছে। কামাল হোসেন চাটখিল সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা। তালিকায় ২৩৫ নাম্বারে আনোয়ার হোসেনের নাম রয়েছে। আনোয়ার হোসেন আবু তোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক।

এ ছাড়া তালিকায় ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি একেএম সালেহ উদ্দিনের (রাহেল) স্ত্রী তানিয়া করিম, ইউপি মেম্বার, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, সেক্রেটারিসহ অনেক প্রবাসী উচ্চবিত্তদের নাম রয়েছে।

রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম তালিকায় কিছু অনিয়মের কথা স্বীকার করে বলেন, ইতিমধ্যে ৯ জনের নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। তালিকা সংশোধনের কাজ চলছে।

নোয়াখালী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম