মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা করোনায় আক্রান্ত
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২০, ০৩:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জের মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার রাতে ঢাকা থেকে আসা রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।
মাধবপুর স্বাস্থ্য কর্মকর্তা এ এইচ এম ইশতিয়াক মামুন জানান, কৃষি কর্মকর্তা সামান্য জ্বর ও গলা ব্যথা অনুভব করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লোকজন তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। শনিবার রাতে আসা রিপোর্টে জানা গেছে তিনি করোনাভাইরাসে আক্রান্ত।
তিনি জানান, মানসিকভাবে করোনা মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছেন। স্বেচ্ছায় আইসলোশনে থেকে প্রচলিত কার্যকরী চিকিৎসা সেবা নিচ্ছেন।
এ নিয়ে মাধবপুর উপজেলায় ৪ জন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হন। এর মধ্যে নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান সুস্থ হয়েছেন।
