Logo
Logo
×

কোভিড-১৯

ঈদের ছুটিতেও খোলা বিএসএমএমইউর করোনা ল্যাব

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ মে ২০২০, ০২:১৩ পিএম

ঈদের ছুটিতেও খোলা বিএসএমএমইউর করোনা ল্যাব

রোগীদের সুবিধার্থে ঈদের ছুটিতেও খোলা থাকছে রাজধানীর শাহবাগে জাতীয় বেতার ভবনের স্থাপিত ফিভার ক্লিনিক ও করোনা ল্যাব।

এই ক্লিনিক ও করোনা শনাক্তকরণের পিসিআর ল্যাবটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের উদ্যোগে স্থাপন করা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বনির্ধারিত ৩ দিন ছুটির প্রথম দিন ছিল ২৪ মে। সেদিনও এই ফিভার ক্লিনিকে ৩৪০ জন রোগীকে সেবা প্রদান করা হয়। এছাড়া এর কোভিড-১৯ শনাক্তকরণ পিসিআর ল্যাবে ৪১৬ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়।

আগামীকালও (২৬ মে) এই ক্লিনিক ও করোনা ল্যাব খোলা থাকবে।

২৪ মে পর্যন্ত ফিভার ক্লিনিকে ১২ হাজার ১৬০ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

করোনা ল্যাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম