|
ফলো করুন |
|
|---|---|
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ইউনিটে তারা মারা যান।
করোনায় মারা যাওয়া দুজন হলেন সাতক্ষীরা পৌর এলাকার রইসপুর গ্রামের আইয়ুব আলী (৭০) ও দেবহাটার ভাতশালা গ্রামের এনামুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম (৩৫)। আইয়ুব আলী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ও সেলিনা বেগম হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। গত ২২ মে আইয়ুব আলীর ও ২৩ মে সেলিনা বেগমের করোনা শনাক্ত হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, আইয়ুব আলী সোমবার ভোর ৩টায় এবং সেলিনা বেগম দুপুর ১২টায় মারা যান। এ নিয়ে সাতক্ষীরায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ জনে।
