শ্বাসকষ্টে নোয়াখালী হাসপাতালে ১ জনের মৃত্যু
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২০, ০৪:৩৮ পিএম
নোয়াখালী জেনারেল হাসপাতাল। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর মাইজদীতে শ্বাসকষ্ট নিয়ে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। করোনা উপসর্গ থাকায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে সকালে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
মৃত ব্যক্তি জেলা শহর মাস্টার পাড়ার বাসিন্দা। তিনি বেগমগঞ্জের একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানে চাকরি করতেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মো আবদুল আজিম বলেন, মৃত ব্যক্তির প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল। সকালে হাসপাতালে আসার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে দুপুরের দিকে তিনি মারা যান।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় মোট আক্রান্ত ৩৬৯ জন। বেগমগঞ্জে ১৭৯, কবিরহাটে ৫৪, সদরে ৫২, চাটখিলে ৩০, সোনাইমুড়ীতে ১৮, সুবর্ণচরে ১২, সেনবাগে ১১, কোম্পানীগঞ্জে ৭ ও হাতিয়ায় ৬ জন রোগী রয়েছে। তাদের মধ্যে ৭ জন মারা গেছেন।
জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে জেলার সদর উপজেলায় ৮ ও চাটখিলে ৪ জন রয়েছে।
