Logo
Logo
×

কোভিড-১৯

বেগমগঞ্জে উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির করোনা ছিল, পরিবারের ৫ সদস্যও আক্রান্ত

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২০, ০৬:৪৫ এএম

বেগমগঞ্জে উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির করোনা ছিল, পরিবারের ৫ সদস্যও আক্রান্ত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় উপসর্গ নিয়ে মৃত ব্যক্তি (৬৫) করোনায় আক্রান্ত ছিলেন। তিনি ছাড়াও তার পরিবারে আক্রান্ত হয়েছেন আরও ৫ জন। তার বাড়ি চৌমুহনী পৌরসভা ও নরোত্তমপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায়। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৯ জন হলো।

মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস।

তিনি বলেন, বিকালে যে রিপোর্ট এসেছে তাতে উপজেলায় নতুন করে আরও ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে গত ২৩ মে বিকালে মারা যাওয়া ৬৫ বছর বয়সী এক ব্যক্তি ও তার পরিবারের আরও ৫ জন সদস্যের করোনা পজিটিভ এসেছে।

উপসর্গ থাকায় গত ২৩ মে ওই ব্যক্তিসহ তার পরিবারের মোট ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। বাকি আক্রান্তদের বেশিরভাগই চৌমুহনী পৌরসভার বাসিন্দা। উপজেলায় মোট আক্রান্ত ২২৪ জন। যার মধ্যে মারা গেছেন ৬ জন।

নোয়াখালী করোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম