সীমিত পরিসরে ববি’র প্রশাসনিক কার্যক্রম শুরু বুধবার
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০২ জুন ২০২০, ০৪:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষে বুধবার থেকে সীমিত পরিসরে প্রশাসনিক কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিপ্রয়োজনীয় ও আবশ্যকীয় অফিসমূহ (উপাচার্যের অফিস, রেজিস্ট্রার কার্যালয়, অর্থ ও হিসাব শাখা, প্রকৌশল শাখা, মেডিকেল সেন্টার, পরিবহন পুল) দফতর প্রধানের নির্দেশনা মোতাবেক ন্যূনতম জনবল নিয়ে রোস্টার প্রণয়ন পূর্বক চালু থাকবে।
অফিস চলাকালীন নিয়ম হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিস চলাকালীন সময় সবাইকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। অন্তঃসত্ত্বা নারী এবং সর্দি, কাশি, জ্বরসহ অন্যান্য গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তিকে দফতর প্রধানকে অবহিতপূর্বক অফিসে আসা থেকে বিরত থাকবে।
