Logo
Logo
×

কোভিড-১৯

চট্টগ্রামে বিএনপি নেতা আবু সুফিয়ান সপরিবারে করোনায় আক্রান্ত

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১১ জুন ২০২০, ১১:০৫ এএম

চট্টগ্রামে বিএনপি নেতা আবু সুফিয়ান সপরিবারে করোনায় আক্রান্ত

আবু সুফিয়ান। ফাইল ছবি

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে তার স্ত্রী নুর তাজ বেগম, ছেলে ব্যারিস্টার তানজিরুল ইসলাম ও গাড়িচালক মনছুর আলমও করোনায় আক্রান্ত হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও আইনজীবী ব্যারিস্টার মীর হেলাল। তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আবু সুফিয়ান স্বপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত। তবে তিনি শঙ্কামুক্ত।

এ বিষয়ে আবু সুফিয়ান বলেন, জ্বর আসার পর গত ২ জুন আমার, স্ত্রী, ছেলে ও গাড়িচালকের নমুনা পরীক্ষা করাই। শনিবার রাত একটায় আমাদের চারজনেরই করোনা পজিটিভ রিপোর্ট আসে। আমরা এখন বাসায় আইসোলেশনে আছি এবং ভালো আছি। রিপোর্ট পজিটিভ আসার পর আবু সুফিয়ানের বাড়ি লকডাউন করেছে পুলিশ।

আবু সুফিয়ান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম