করোনা উপসর্গ নিয়ে না’গঞ্জ থেকে বাড়ি ফেরার পরদিন নারীর মৃত্যু
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২০, ০৪:২৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জামালপুরের দেওয়ানগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক নারী গার্মেন্টস কর্মী মৃত্যু হয়েছে। শ্বাসকষ্ট নিয়ে বুধবার বাড়ি আসার পর বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের চর বাহাদুরাবাদ মুন্নিয়া বাজার গ্রামে কোহিনুর (৪০) পরিবার-পরিজন নিয়ে নারায়ণগঞ্জে গার্মেন্টসে কাজ করতেন। কোহিনুরের শ্বাসকষ্ট দেখা দিলে বুধবার পিককাপ ভ্যানে ছেলেদের সঙ্গে নিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন। বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৈয়দ আবু আহমেদ সাফী জানান, মৃত নারীসহ তার স্বজনদের টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
