Logo
Logo
×

কোভিড-১৯

আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে ডা. জাফরুল্লাহর

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৪ জুন ২০২০, ০৪:২৬ পিএম

আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে ডা. জাফরুল্লাহর

দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন ৭৯ বছর বয়সী ডা. জাফরুল্লাহ চৌধুরী। ছবি: মেডিভয়েস

হাসপাতালেই চিকিৎসাধীন আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জফরুল্লাহ চৌধুরী। চিকিৎসকদের নির্দেশনা উপেক্ষা করে রোববার সকাল সাড়ে ১০ টা ৩০ থেকে সোয়া ১১টা পর্যন্ত তিনি মোহাম্মদ নাসিমের প্রতি শ্রদ্ধা জানাতে বনানী করবরস্থানে যান। এসময় মরহুমের জন্য দোয়া মোনাজাত করেন।

তিনি বনানী কবরস্থান হতে সরাসরি সকাল সাড়ে ১১ টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে (যেখানে তার চিকিৎসা চলছে) চলে আসেন। তিনি তার করোনা মুক্ত হওয়ায় মহান রাব্বুল আলামীনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। দ্রুত সুস্থ হওয়ার জন্যে দেশবাসীর নিকট দোয়া কামনা করেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ এর সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

আগামী ৩ থেকে ৪ দিন তাকে হাসপাতালে থাকতে হতে পারে বলে জানিয়েছেন তার গণমাধ্যম সমন্বয়ক জাহাঙ্গীর আলম মিন্টু। চিকিৎসকদেও বরাত দিয়ে তিনি বলেন, তার শরীরের এখনো ইনফেকশন রয়েছে। তিনি এখনো পুরোপুরি সুস্থ নন। তাই আরও কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হতে পারে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন ৭৯ বছর বয়সী ডা. জাফরুল্লাহ চৌধুরী । প্রতি সপ্তাহে তার ডায়ালাইসিস করতে হয়। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থারকিছুটা অবনতি হওয়ায় ডায়ালাইসিস করা যাচ্ছিল না। তবে গত শুক্রবার জাফরুল্লাহ চৌধুরীর ডায়ালাইসিস করা হয়েছে।

কিডনি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাস করোনামুক্ত হাসপাতাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম