Logo
Logo
×

কোভিড-১৯

কামরানের লাশ যেন এক মিনিটের জন্য হলেও সিসিকে আনা হয়: মেয়র আরিফ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৫ জুন ২০২০, ০৫:১০ এএম

কামরানের লাশ যেন এক মিনিটের জন্য হলেও সিসিকে আনা হয়: মেয়র আরিফ

কামরানের সঙ্গে মেয়র আরিফ। ফাইল ছবি

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে শোকাহত বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। পূর্বসূরীর মৃত্যুতে ভেঙে পড়েছেন আরিফ। 

সবশেষ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আরিফুল হক চৌধুরীর কাছেই পরাজিত হয়েছিলেন বদর উদ্দিন আহমদ কামরান। এর আগের নির্বাচনেও কামরানকে হারান আরিফ। 

বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী জানান, প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের স্মরণে সিটি করপোরেশন ভবনে একটি শোক বই খোলা হয়েছে।

মেয়র আরও বলেন, তিনি দীর্ঘদিন সিলেটের মেয়র ছিলেন। প্রশাসনের কাছে আমার দাবি, এক মিনিটের জন্য হলেও তার মরদেহ যদি সিটি করপোরেশনে নেয়া সম্ভব হয়। অবশ্য এই পরিস্থিতিতে তা কতটা সম্ভব আমি জানি না।

করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে রোববার দিবাগত রাত ৩ টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেন সিলেটের সবার প্রিয় রাজনীতিবিদ বদর উদ্দিন কামরান। তার মৃত্যুতে সিলেটে নক্ষত্রের পতন হল। মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। 

মেয়র আরিফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম