গফরগাঁওয়ে করোনায় স্কুলশিক্ষিকার মৃত্যু
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২০, ০৫:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাকসুদা জাহান মুর্শিদি (৫০) নামে এক স্কুলশিক্ষিকা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাকসুদা জাহান মুর্শিদি মুখী মোমজান উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি উপজেলার নিগুয়ারি ইউনিয়নের বিল মাখল এসইএস ডিপি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হক সবুজের স্ত্রী।
মাকসুদা জাহান মুর্শিদির করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় প্রথমে ময়মনসিংহ এসকে হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।
