Logo
Logo
×

কোভিড-১৯

কুমিল্লায় করোনা ও উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৩ জুলাই ২০২০, ১২:৪২ পিএম

কুমিল্লায় করোনা ও উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে একদিনেই ৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট এবং আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

শুক্রবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ এলাকার আবদুর রশিদ (৮৫), একই এলাকার হাসিনা বেগম (২৭), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগণ্ডা গ্রামের আবদুল হামিদ (৪৫), করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কুমেকের আইসিইউতে মারা গেছেন। জেলার লাকসামের শেফালী (৫০), সদর দক্ষিণের আবুল হোসেন (৪৫), মুরাদনগরের লাভলী বেগম (৭০), বরুড়া উপজেলার তাজুল ইসলাম (৪৫) ও চাঁদপুরের ফরিদগঞ্জের মনু মিয়া (৬০) করোনার উপসর্গ নিয়ে কুমেকের করোনা ইউনিটে মারা গেছেন।

কুমিল্লা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম