Logo
Logo
×

কোভিড-১৯

কুমিল্লায় একদিনে করোনা ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৯ জুলাই ২০২০, ০৮:৩৭ এএম

কুমিল্লায় একদিনে করোনা ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

ফাইল ছবি

কুমিল্লায় করোনাভাইরাসে ও এর উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় চার নারীসহ ৯ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়। এদের মধ্যে আইসোলেশন ওয়ার্ডে ছয়জন এবং মেডিকেলের করোনা ইউনিটে তিনজন মারা যায়।

মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় চার নারীসহ ৯ জন মারা গেছেন। তাদের মধ্যে রেহানা বেগম ও চয়ন কুমার নামে দুজন করোনা আক্রান্ত হয়ে মারা যান।

রেহানা বেগম (৪৫) জেলার বুড়িচং উপজেলার আমির হোসেনের স্ত্রী এবং চয়ন কুমার (৫০) জেলার চৌদ্দগ্রাম উপজেলার সচিল চন্দ্র পালের ছেলে। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন নগরীর কান্দিরপাড় এলাকার মিজানুর রহমান (৩৮), আদর্শ সদর উপজেলার কালিকাপুর এলাকার ফরিদ উদ্দিনের মেয়ে ফিরোজা বেগম (৬০), সদর দক্ষিণ উপজেলার তোফাজ্জল হোসেনের মেয়ে রোকেয়া খাতুন (৬৫), মনোহরগঞ্জ উপজেলার আবদুল খালেকের ছেলে স্বপন (৩৮), চান্দিনা উপজেলার আবদুল্লাহর মেয়ে ফিরোজা বেগম (৬০), চৌদ্দগ্রাম উপজেলার ঘনা মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৬৫) এবং চাঁদপুর জেলার মতলব উপজেলার নিকিল সরকারের ছেলে নারায়ণ সরকার (৪০)।

কুমিল্লা করোনা মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম