Logo
Logo
×

কোভিড-১৯

যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে গৌরীপুরে শোক র‌্যালি

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ০৪:৫৯ পিএম

যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে গৌরীপুরে শোক র‌্যালি

দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শোক র‌্যালি, স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে।

সোমবার স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, আমরা আজ হারালাম এক শিল্পপতিকে। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে তার অবদান অবিস্মরণীয়। লাখো লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকার সমস্যা সমাধান করেছেন। তার শূন্যতা দেশের অগ্রযাত্রা আর উন্নয়নে অপূরণীয় ক্ষতি হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর, গৌরীপুর পৌরসভার কাউন্সিলার নাজিম উদ্দিন রাতুল, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক মো. ইয়াহিয়া, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, জাতীয় শিশু-কিশোর সংগঠন চাঁদের হাট গৌরীপুর অগ্রদূত শাখার সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনীন, বাংলামঞ্চের আবদুল্লাহ আল মামুন, ব্যবসায়ী এসএম আবদুল জলিল, গৌরীপুর উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাংগঠনিক সম্পাদক আরিফ আহাম্মেদ, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা, কলেজ শাখার সভাপতি মো. আল আমিন, সাধারণ সম্পাদক প্রীতি চৌধুরী, বাহাদুর ওয়েব ইনচার্জ তাসাদুল করিম, স্বজন মো. আলতাব হোসেন, মো. সোহাগ মিয়া, মো. বিপ্লব মিয়া, মো. হারুন মিয়া, শ্যামল ঘোষ, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে বিশিষ্টজন পৃথক পৃথক শোক প্রকাশ করেন। শোক বার্তায় নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে দেশ হারাল জাতির একজন শ্রেষ্ঠ সন্তান, সংবাদপত্র প্রেমী ও লাখো মানুষের কর্মসংস্থান ও প্রিয় মাতৃভূমিকে এগিয়ে নেয়ার একজন বীর সৈনিককে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক জ্ঞাপন করেন ১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, বাংলাদেশ সাংবাদিক সমিতি গৌরীপুর শাখার সভাপতি ম. নুরুল ইসলাম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউচার, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক ফারুক আহামেদ, গৌরীপুর লেখক সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ডা. মো. শহীদুল্লাহ, বাংলাদেশ মহিলা পরিষদ গৌরীপুর শাখার সভাপতি নাদিরা জামান পান্না, সাধারণ সম্পাদক মমতাজ বেগম, সতিশা যুব ও কিশোর সংঘের সভাপতি মো. অলি উল্লাহ প্রমুখ।

উল্লেখ্য, সোমবার গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের নির্ধারিত কর্মসূচি প্রণয়ন পরিকল্পনা সভা মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থগিত করা হয়েছে। পরিকল্পনা সভাটি তাৎক্ষণিক স্মরণ সভায় পরিণত হয়।

ময়মনসিংহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম