নীলফামারীতে ২৪ চীনা নাগরিকসহ আরও ৩৮ জনের করোনা শনাক্ত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০২:১৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নীলফামারী উত্তরা ইপিজেডের ২৪ জন চীনা নাগরিকসহ জেলায় নতুন করে ৩৮ জনের শরীরে শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মণ সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা স্বাস্থ্য বিভাগ ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে।
নতুন করে করোনা পজিটিভদের মধ্যে নীলফামারী উত্তরা ইপিজেডের ২৮ জনের মধ্যে ২৪ জন চীনা নাগরিক। ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির ১৭ জন চীনা নাগরিকসহ ২০, এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লি. ৭ জন চীনা নাগরিক ও ভেনচুরা লেদারওয়্যার ম্যানুফ্যাকচারিং (বিডি) লি. একজন কর্মকর্তা।
এ ছাড়া নীলফামারী পৌর শহরের শাহীপাড়ার ১৫ বছরের এক কিশোরী, বাবুপাড়ার ১, উকিলের মোড় (কুখাপাড়া) একজন, হাসপাতাল মোড় (ধনীপাড়া সড়ক) একজন, সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাহালিপাড়া ওয়ার্ড-৩ একজন। জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের মধ্য পশ্চিম কাঁঠালীতে একজন, শৌলমারী ইউনিয়নের কাজিপাড়ার একজন, সৈয়দপুর উপজেলা শহরের নয়াটলা মন্দির এলাকার ৪ নম্বর ওয়ার্ড একজন, পুরনো বাবুপাড়া দাউদ ম্যানসন ৭ নম্বর ওয়ার্ড একজন ও ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের একজন।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, এ পর্যন্ত নীলফামারী জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৩৬ জন। নীলফামারী সদরে ২৩৪ জন, জলঢাকা উপজেলায় ৮৯ জন, সৈয়দপুর উপজেলায় ৭৩ জন, ডিমলা উপজেলায় ৫৪ জন, ডোমার উপজেলায় ৪৮ জন ও কিশোরগঞ্জ উপজেলায় ৩৮ জন।
এর মধ্যে সুস্থ্ হয়ে ফিরে গেছেন ৩৮১ জন। ঢাকা ও রংপুরে চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন। মারা গেছেন ২ নারীসহ ৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯৫ জন।
অপরদিকে নীলফামারী উত্তরা ইপিজেডে ৩২ জন চীনা নাগরিকসহ এ পর্যন্ত উত্তরা ইপিজেডে করোনা আক্রান্ত হয়েছেন ৭১ জন।
