নবীগঞ্জে করোনা শনাক্তের দিনই স্বাস্থ্যকর্মীর মৃত্যু
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০২:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জের নবীগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে জগদীশ চন্দ্র দাশ (৬০) নামে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার করোনা শনাক্তের দিনই তিনি মারা যান।
জগদীশ চন্দ্র দাশের বাড়ি নবীগঞ্জ পৌরসভার গয়াহরি গ্রামে। তাকে বৃহস্পতিবার সকালে দাহ করা হয়।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সামাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জগদীশ চন্দ্র দাশ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠপর্যায়ে সহকারী সুপারভাইজার উপজেলার বড়ভাকৈর এবং করগাঁও ইউনিয়নের দায়িত্বে ছিলেন। ১৩ জুলাই করোনার নমুনা দিলে ১৫ জুলাই রিপোর্ট পজিটিভ আসে। এ ছাড়াও তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন।
তিনি আরও বলেন, করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৬৭ জনের। এ পর্যন্ত নবীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১১ জন লোক। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অর্ধশতাধিক লোক।
এ দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্যকর্মীর মৃত্যুর পর নবীগঞ্জ পৌরসভার গয়াহরি গ্রামে দেখা দিয়েছে আতংক আর উৎকণ্ঠা।
