বাউফলে ওসি চিকিৎসক ব্যাংকারের করোনা শনাক্ত
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০৫:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালীর বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদুল হক ও গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার রতন কুমার মজুমদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আকতারুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার আক্রান্তদের নমুনা বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার তাদের রিপোর্ট পজিটিভ আসে।
এ নিয়ে বাউফল উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা হল ৯১ জন । করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। করোনা উপসর্গে মারা গেছেন ১৪ জন।
বাউফলে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়লেও জনসাধারণের মাঝে তেমন সচেতনতা নেই। মাস্ক ছাড়াই খোলামেলা পরিবেশে চলাচল করছেন অনেকে।
