Logo
Logo
×

কোভিড-১৯

করোনা মোকাবিলায় জেলায় শ্রেষ্ঠ হবিরবাড়ির চেয়ারম্যান বাচ্চু

Icon

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২০, ০২:৪৭ পিএম

করোনা মোকাবিলায় জেলায় শ্রেষ্ঠ হবিরবাড়ির চেয়ারম্যান বাচ্চু

করোনা মোকাবিলায় স্থানীয়ভাবে গৃহীত উদ্যোগের আপলোডকৃত ভিডিও দাখিলকারীদের মাঝে ময়মনসিংহ জেলায় প্রথম পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছেন ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান তোফায়ের আহাম্মেদ বাচ্চু।

জানা যায়, করোনা সচেতনতায় এলাকাভিত্তিক মডেল সামাজিক উদ্যোগকে বাস্তবায়নে রূপান্তরিত ও মাঠপর্যায়ে কাজ করে ভিডিও আপলোড করে জেলা প্রশাসনের কাছে  তা দাখিল করেন জেলার ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা। তাদের  মাঝে ময়মনসিংহ জেলায় জেলা প্রশাসন কর্তৃক জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু।

তোফায়েল আহাম্মেদ বাচ্চু বলেন, শিল্পসমৃদ্ধ ইউনিয়ন হবিরবাড়িতে প্রায় ৪ লাখ লোকের বসবাস। আমি ইউনিয়ন পরিষদের উদ্যোগে সাড়ে ৩শ' সদস্য নিয়ে স্বেচ্ছাসেবী টিম গঠন করে তাদের মাধ্যমে করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে রাত-দিন কাজ করেছি। জেলা প্রশাসন আমাকে প্রথমস্থান নির্বাচিত করেছে। আমার ইউনিয়নে উপজেলার সবচেয়ে বেশি কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়। সবার আন্তরিকতায় করোনা প্রাদুর্ভাব মোকাবিলায় অনেকটাই সফলতা অর্জন করেছি।

ময়মনসিংহ করোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম