ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ঝিনাইদহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
নিহত মো. আলাউদ্দিন (৩০) কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া গ্রামের আবদুল মান্ননের ছেলে। তিনি বিআরবি কোম্পানিতে মহেশপুর উপজেলায় কর্মরত ছিলেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক ম্যাডিকেল অফিসার ডা. অর্পূব কুমার সাহা জানান, ১৫ জুলাই হাসপাতালে ভর্তি করা হয় মো. আলাউদ্দিনকে।
ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপ-পরিচালক মো. আবদুল হামিদ জানান, দাফন কমিটির সদস্যরা দুপুরের দিকে জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে তার মরদেহ দাফন করেছেন। এ নিয়ে ২৬ জনের মরদেহ দাফন করা হলো বলে জানিয়েছেন তিনি।
সব শেষ জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার নতুন করে ৩৪ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬২১ জন।
আক্রান্তদের মধ্যে মাত্র ১৮ জনকে স্থানীয় কোভিড হাসপাতালে এবং ছয়জনকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিদের নিজ নিজ বাড়িতে রাখা হয়েছে।
