Logo
Logo
×

কোভিড-১৯

করোনাযোদ্ধাদের কবিতা উৎসর্গ করলেন বিগ বি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২০, ১০:০৬ এএম

করোনাযোদ্ধাদের কবিতা উৎসর্গ করলেন বিগ বি

ছবি সংগৃহীত

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ননবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন।

এই ভাইরাসে আরও আক্রান্ত হয়েছেন তার সন্তান অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন ও নাতনি আরাধ্যা। তারাও এই  হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

করোনা রোগীদের সুস্থ করে তুলতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সেসব করোনাযোদ্ধার জন্য এবার বাবার লেখা কবিতা উৎসর্গ করলেন বিগ বি।

ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়,  অমিতাভের বাবা কবি হরিবংশ রাই বচ্চনের লেখা কবিতার অংশ উৎসর্গ করেছেন করোনাযোদ্ধাদের প্রতি। 

হিন্দিতে লেখা সেই কবিতার সারমর্ম দাঁড়ায়— ‘যারা মেরুদণ্ডকে সর্বদা সোজা রাখে, তাদের সঙ্গে আমি আছি। যারা অধিকারের পক্ষে লড়াই কখনও থামায় না, যারা কখনও মাথা নিচু করে অত্যাচার সহ্য করে না, তারা একা থাকুক বা তাদের সঙ্গে বড় দল থাকুক, যারা মেরুদণ্ডকে সর্বদা সোজা রাখে, তাদের সঙ্গে আমি আছি।’

আগামী বুধবার পুরো বচ্চন পরিবারের দ্বিতীয়বার করোনাভাইরাস পরীক্ষা করা হবে। নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রথম প্রকাশ্যে আনেন অমিতাভ বচ্চন। এর পর তার পরিবারের অন্য সদস্যদেরও করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

তথ্যসূত্র: এনডিটিভি

করোনা বিগবি হাসপাতাল কবিতা উৎসর্গ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম