Logo
Logo
×

কোভিড-১৯

এমপি ফারুকের স্ত্রী করোনায় আক্রান্ত

Icon

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২০, ০৮:৫৭ এএম

এমপি ফারুকের স্ত্রী করোনায় আক্রান্ত

ফাইল ছবি

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর স্ত্রী পারুল চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এতে তার পজিটিভ রিপোর্ট আসে। তবে সাংসদ ওমর ফারুক চৌধুরীর করোনা রিপোর্ট নেগেটিভ হয়।

ফারুক চৌধুরী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. সাইফুল ফেরদৌস আরও জানান, মঙ্গলবার ল্যাবে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সাংসদ ওমর ফারুক চৌধুরীর স্ত্রী পারুল চৌধুরীও আছেন।

নতুন শনাক্ত কোভিড-১৯ রোগীদের মধ্যে ৩০ জন নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
এ ছাড়া রামেক হাসপাতালের দুই, বাগমারার দুই, দুই র্যা ব ৫-এর সদস্য, ৯ পুলিশ সদস্য এবং পুঠিয়া, দুর্গাপুর এবং চারঘাট উপজেলার একজন করে ব্যক্তির করোনা শনাক্ত হয়েছেন।

ওমর ফারুক চৌধুরী করোনা আক্রান্ত স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম