Logo
Logo
×

কোভিড-১৯

করোনার কারণে বাতিল হল অমরনাথ যাত্রা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২০, ০১:৩২ পিএম

করোনার কারণে বাতিল হল অমরনাথ যাত্রা

ছবি: বিবিসি

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে চলতি বছরের অমরনাথ যাত্রা বাতিল করেছে জম্মু ও কাশ্মীর কর্তৃপক্ষ।

কাশ্মীরে রোগী বাড়তে থাকায় তীর্থযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ থেকে এ বছরের যাত্রা বাতিলের সিদ্ধান্ত হয় বলে কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।

ভারত শাসিত কাশ্মীরের হিমালায়ান একটি গুহায় হিন্দু ধর্মের অনুসারীদের বার্ষিক এ তীর্থযাত্রাটি আয়োজিত হয়। প্রতিবছর দুই মাসব্যাপী হওয়া এ তীর্থযাত্রায় লাখ লাখ হিন্দু ধর্মাবলম্বী অংশ নেন।

বিবিসি জানিয়েছে, ৩১শে জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীরের সব উপাসনালয় বন্ধ থাকবে।  বুধবার পর্যন্ত কেন্দ্রশাসিত এ অঞ্চলে রোগীর সংখ্যা ১৫ হাজার ২০০ ছাড়িয়ে গেছে; মৃত্যু হয়েছে ২৬৩ জনের।

প্রতিবছর সাধারণত জুলাই ও আগস্ট মাসে এ অমরনাথ যাত্রা অনুষ্ঠিত হয়। যাত্রা শেষ হয় পাহাড়ের উপর অবস্থিত অমরনাথ গুহার মন্দিরে গিয়ে।  

এ বছর যাত্রা নিষিদ্ধ হলেও ভক্ত-অনুসারীদের জন্য মন্দিরের আচার অনুষ্ঠানগুলো সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে।  
 

করোনা বাতিল অমরনাথ যাত্রা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম