রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি করোনায় আক্রান্ত
রাজবাড়ী প্রতিনিধি
২২ জুলাই ২০২০, ২০:৫৩:২৪ | অনলাইন সংস্করণ
রাজবাড়ীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ জহুরুল হক। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম।
জানা গেছে, খান মোহাম্মদ জহুরুল হক গত ১৯ জুলাই রাজবাড়ী সদর হাসপাতালে নমুনা প্রদান করেন। বুধবার দুপুরে তার রিপোর্ট পজিটিভ আসে।
খান মোহাম্মদ জহুরুল হক যুগান্তরকে বলেন, আমি সুস্থ আছি।বর্তমানে নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করব। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
রাজবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আবদুল মতিনসহ জেলার সব গণমাধ্যমকর্মী তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, রাজবাড়ীতে বুধবার নতুন করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৯৭৩ জন। তাদের মধ্যে ৫২৯ জন সুস্থ হয়েছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি করোনায় আক্রান্ত
রাজবাড়ীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ জহুরুল হক। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম।
জানা গেছে, খান মোহাম্মদ জহুরুল হক গত ১৯ জুলাই রাজবাড়ী সদর হাসপাতালে নমুনা প্রদান করেন। বুধবার দুপুরে তার রিপোর্ট পজিটিভ আসে।
খান মোহাম্মদ জহুরুল হক যুগান্তরকে বলেন, আমি সুস্থ আছি।বর্তমানে নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করব। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
রাজবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আবদুল মতিনসহ জেলার সব গণমাধ্যমকর্মী তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, রাজবাড়ীতে বুধবার নতুন করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৯৭৩ জন। তাদের মধ্যে ৫২৯ জন সুস্থ হয়েছেন।