Logo
Logo
×

কোভিড-১৯

করোনায় ময়মনসিংহ কারাগারের সিনিয়র জেল সুপারের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ১১:৫৫ এএম

করোনায় ময়মনসিংহ কারাগারের সিনিয়র জেল সুপারের মৃত্যু

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আবু জাহেদ। ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আবু জাহেদ (৪৯) মৃত্যুবরণ করেছেন। রোববার দুপুর ১২টা ৪২ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আব্দুল্লাহ ইবনে তোফাজ্জল হোসেন খান যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আবু জাহেদকে গত ১১ জুলাই বিকালে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগে ময়মনসিংহে তাঁর নমুনা পরীক্ষা করা হলে পরপর দুবার করোনা নেগেটিভ আসে। কিন্তু পুলিশ হাসপাতালে নেওয়ার পর তার সিটিস্ক্যান করা হলে করোনা পজিটিভ আসে।

করোনাভাইরাস ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার সিনিয়র জেল সুপার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম