Logo
Logo
×

কোভিড-১৯

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে রবি চৌধুরী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ০৭:৩০ এএম

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে রবি চৌধুরী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। 

এক ফেসবুক স্ট্যাটাসে নিজেই সে দুঃসংবাদ জানিয়েছেন।

ফেসবুকে রবি চৌধুরী লেখেন– 'করোনা আমাকে ভালোবেসেছে। তাই কারও ফোন রিসিভ করতে পারছি না। কিছু মনে করবেন না, যদি পারেন দোয়া করবেন– দোয়া চাই। দেখা হবে আবার গানে গানে।'

বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন এই গুণী শিল্পী। 

জানা গেছে, বেশ কিছু দিন ধরে জ্বর, ঠাণ্ড-কাশিসহ করোনা উপসর্গ দেখা দেয় রবি চৌধুরীর মাঝে। উপসর্গ আরও প্রকোট হলে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। এতে ফল পজিটিভ আসে।

এদিকে রবি চৌধুরীর করোনা আক্রান্তের খবরে বিচলিত সংগীত ভুবনসহ শোবিজ অঙ্গন। 

ফেসবুকে রবি চৌধুরীর উদ্দেশে চিত্রনায়িকা রোজিনা লিখেছেন– তোমার জন্য অনেক অনেক দোয়া। মহান আল্লাহ তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেবেন।

আঁখি আলমগীর, লোপা, আতিক হাসান, রুবাইয়াৎ জাহান, আনজাম মাসুদসহ অনেকেই এই সংগীতশিল্পীর করোনা মুক্তির জন্য দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত নব্বই দশকে সংগীতজগতের জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী। ওই সময় সংগীতপ্রেমীদের একের পর এক হিট অ্যালবাম উপহার দেন তিনি। ভারতের জনপ্রিয় সংগীতজ্ঞ নচিকেতার সঙ্গে কাজ করেছেন তিনি। সম্প্রতি নিজের কথা ও সুরে প্রকাশ করেছেন ‘জাতীয় বেয়াদব’ নামের একটি গান। এছাড়া মানবতার কথামালা দিয়ে সাজানো সাংবাদিক ও গীতিকবি মিজান মালিকের লেখা ‘মতবাদ’ গানে কণ্ঠ দিয়েছেন রবি চৌধুরী। গানটি এই করোনাকালে শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

রবি চৌধুরী করোনা হাসপাতাল আক্রান্ত গান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম