Logo
Logo
×

কোভিড-১৯

করোনা সংক্রমণ ঠেকাতে গৌরীপুরে স্বজনদের নানা উদ্যোগ

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ০৩:১২ পিএম

করোনা সংক্রমণ ঠেকাতে গৌরীপুরে স্বজনদের নানা উদ্যোগ

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মঙ্গলবার ‘স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরি-করোনা বিস্তার রোধ করি’ স্লোগানে শোভাযাত্রা, মাস্ক বিতরণ ও অর্ধশত স্থানে ক্যাম্পেইন কর্মসূচি পালন করা হয়েছে।

ময়মনসিংহের জেলা প্রশাসনের আহ্বানে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।

তিনি বলেন, কোভিড-১৯ থেকে বাঁচতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনাভাইরাস মোকাবিলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সালমা আক্তার রুবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সোহেল রানা পাপ্পু, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর আবদুল কাদির, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আবদুল গফুর, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, চাঁদের হাট অগ্রদূত শাখার সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনীন, উপজেলা স্বজন সমাবেশের সহ-সভাপতি ডা. এ কেএম মাহফুজুল হক, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মো. মোখলেছুর রহমান, স্বজন আলমাস উদ্দিন, বাহাদুরের ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন প্রমুখ।

ময়মনসিংহ যুগান্তর স্বজন সমাবেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম