Logo
Logo
×

কোভিড-১৯

দেশে করোনা আক্রান্ত আড়াই লাখ ছাড়াল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ০৮:৫৯ এএম

দেশে করোনা আক্রান্ত আড়াই লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৫১  জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ২ লাখ ৫২ হাজার ৫০২ জন। 

এই সময়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট ৩ হাজার ৩৩৩ জন কোভিড রোগী মারা গেলেন।

শুক্রবার দুপুরে কোভিড-১৯ রোগ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। 

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানানা, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬৯৯টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৮৫১  জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ২ লাখ ৫২ হাজার ৫০২ জন। 

তিনি জানান, এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ২৭ জনের। মোট মৃত্যু ৩ হাজার ৩৩৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৬০ জন কোভিড রোগ থেকে সেরে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪৫ হাজার ৫৮৪ জন। 
 

করোনা শনাক্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম