Logo
Logo
×

কোভিড-১৯

সপরিবারে করোনা আক্রান্ত আশুগঞ্জের এসিল্যান্ড

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২০, ১১:১৫ এএম

সপরিবারে করোনা আক্রান্ত আশুগঞ্জের এসিল্যান্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভীনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ফিরোজা পারভীন ছাড়াও তার দেড় বছরের শিশু সন্তান, পিতা, মাতা ও করোনা আক্রান্ত হয়েছেন। তারা সবাই হোম আইসোলেশনে রয়েছেন।

বৃহস্পতিবার রাতে রিপোর্টে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বিষয়টি আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিমুল হায়দার শুক্রবার দুপুরে নিশ্চিত করেন।

এই ব্যাপারে ইউএনও নাজিমুল হায়দার জানান, বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভীন হোম আইসোলেশনে রয়েছেন। পাশাপাশি তার পরিবারে সদস্যরাও হোম আইসোলেশনে আছেন।

ব্রাহ্মণবাড়িয়া করোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম