Logo
Logo
×

কোভিড-১৯

গোপালগঞ্জ জেলা পরিষদ সদস্য মন্নু করোনায় আক্রান্ত

Icon

কোটালীপাড়া প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২০, ০৫:১১ এএম

গোপালগঞ্জ জেলা পরিষদ সদস্য মন্নু করোনায় আক্রান্ত

নজরুল ইসলাম হাজরা মন্নু। ছবি: যুগান্তর

করোনায় আক্রান্ত হয়েছেন গোপালগঞ্জের নাট্যব্যক্তিত্ব, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু। বর্তমানে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন তিনি।

শনিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে নজরুল ইসলাম হাজরা মন্নুর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

করোনার শুরু থেকে নজরুল ইসলাম হাজরা মন্নু বিভিন্ন জনসেবামূলক কাজ করেছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

ইসলাম হাজরা মন্নু কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক ভিপি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, শরীরে জ্বর নিয়ে গত শুক্রবার নজরুল ইসলাম হাজরা মন্নু করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।

শনিবার সন্ধ্যায় তার রিপোর্ট পজিটিভ আসে। শারীরিকভাবে তিনি অনেকটা সু্স্থ রয়েছেন। তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কোটালীপাড়া করোনা সদস্য হাসপাতাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম