Logo
Logo
×

কোভিড-১৯

করোনা থেকে সুস্থ হয়েও মারা গেলেন আ’লীগ নেতার স্ত্রী

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ০৯:৪৬ এএম

করোনা থেকে সুস্থ হয়েও মারা গেলেন আ’লীগ নেতার স্ত্রী

স্বামী শেখ বজলুর রহমানের সঙ্গে সেলিনা রহমান। ছবি-সংগৃহীত

কোভিড-১৯ থেকে সুস্থ হওয়ার পরও মারা গেলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের স্ত্রী সেলিনা রহমান (৫২)।

সোমবার ভোর সাড়ে ৫টায় ধানমণ্ডির আনোয়ার খান মর্ডান হাসপাতালে তার মৃত্যু হয়। 

পরিবারের ঘনিষ্ট আজিজুল হক রানা বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৪০ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ১০-১২ দিন আগে করোনাভাইরাসের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের রেজাল্ট নেগেটিভ আসে। কিন্তু তার ফুসফুসে ইনফেকশন ছিল।

সেলিনা স্বামী ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তার মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আওয়ামী লীগ নেতা স্ত্রী মৃত্যু করোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম