বিশেষ অনুদান পেলেন ময়মনসিংহের ক্রীড়াবিদ-খেলোয়াড়রা
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ০৩:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
করোনা দুর্যোগকালীন অসচ্ছল ক্রীড়াবিদ-খেলোয়াড়সহ ৫৪ জন প্রশিক্ষক এবং ১০টি প্রতিষ্ঠানকে বিশেষ অনুদানের প্রায় ১৩ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ময়মনসিংহে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।
অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। এ সময় নগরীর সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি বঙ্গবন্ধু ক্রীড়া পরিষদ ও জাতীয় ক্রীড়া পরিষদ থেকে প্রাপ্ত অর্থ থেকে ৪৫ জনকে সাত হাজার টাকা করে ৩ লাখ ১৫ হাজার, ১০টি প্রতিষ্ঠানকে ৮৪ হাজার টাকা করে ৮ লাখ ৪০ হাজার টাকা এবং সাতজনকে ২৪ হাজার টাকা করে এক লাখ ৬৫ হাজার টাকার চেক তুলে দেন।
