Logo
Logo
×

কোভিড-১৯

কিশোরগঞ্জে র‌্যাবের কোম্পানি কমান্ডার করোনায় আক্রান্ত

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১৭ আগস্ট ২০২০, ০৩:৫৭ এএম

কিশোরগঞ্জে র‌্যাবের কোম্পানি কমান্ডার করোনায় আক্রান্ত

কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিএন এম শোভন খান। ছবি: যুগান্তর

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪) কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার দিবাগত রাতে তিনি নিজেই যুগান্তরের কাছে করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

শোভন খান বলেন, কয়েক দিন ধরে তিনি শরীরে জ্বর অনুভব করছিলেন। এছাড়া গত  দুদিন ধরে তার ঘ্রাণশক্তি একদম কমে গেছে।

শনিবার তিনি কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন। রোববার তার করোনা পজিটিভ ধরা পড়ে।

চিকিৎসকদের পরামর্শে তিনি বর্তমানে বাসায়ই আইসোলেশনে রয়েছেন।

লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান বিএন ২০১৭ সালের ২৬ নভেম্বর র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পে যোগদান করেন।
দেশে করোনা প্রাদুর্ভাবের পর থেকে তিনি মানুষকে সচেতন করতে সম্মুখ সারির যোদ্ধা হিসাবে কাজ করে আসছিলেন।

প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এ বছর বাংলাদেশ পুলিশের দ্বিতীয়  সর্বোচ্চ পুরস্কার ‘আইজিপি ব্যাজ' পেয়েছেন শোভন।

করোনা আক্রান্ত র‌্যাব কমান্ডার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম