নেত্রকোনায় বিএনপির সাবেক সভাপতি সস্ত্রীক করোনায় আক্রান্ত
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২০, ০২:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।
দলীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান (৮২) ও তার স্ত্রী মমতা বেগমের (৭৩) শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তারা করোনা টেস্ট করান। করোনা টেস্টের ফলাফলে উভয়ের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। গত বৃহস্পতিবার আশরাফ উদ্দিন খান ও তার স্ত্রী মমতা বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে নেয়া হয়। আশরাফ উদ্দিন খানের শারীরিক অবস্থা কিছুটা ভালো হলেও তার স্ত্রী মমতা বেগমের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।
তাদের বড় ছেলে জেলা যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন খান রনি বাবা ও মায়ের দ্রুত আরোগ্য লাভ ও সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন।
এদিকে আশরাফ উদ্দিন খান ও তার স্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে রোববার বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
