Logo
Logo
×

কোভিড-১৯

এমপি সাজু সপরিবারে করোনায় আক্রান্ত

Icon

পটুয়াখালী ও দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ০৪:২৮ পিএম

এমপি সাজু সপরিবারে করোনায় আক্রান্ত

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা, তার স্ত্রী আয়েশা সিদ্দিকা শিবলীয়া, তার দুই জমজ কন্যা রুবাইয়া ও রুবাইয়ার (৭) করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মো. আলমগীর হোসেন।

এমন খবর ছড়িয়ে পড়ার পর তার সমর্থকরা দোয়া কামনা করে ফেসবুকে স্টেটাস দিয়েছেন। 

মঙ্গলবার সকালে মহাখালী স্বাস্থ্য কমপ্লেক্সের আইইডিসিআর ল্যাবে তারা নমুনা প্রদান করেন। পরে বুধবার সকালে তাদের রিপোর্ট পজিটিভ শনাক্ত হয়। তাদের সংস্পর্শে আসা সবার নমুনা সংগ্রহ করা হবে এবং তার বাড়ি লকডাউন করা হবে বলে জানিয়েছেন গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম।

তিনি জানান, এসএম শাহজাদা সপরিবারে ঢাকার বাসায় কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

পটুয়াখালী করোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম