Logo
Logo
×

কোভিড-১৯

তাহিরপুরের সহকারী কমিশনার করোনায় আক্রান্ত

Icon

যুগান্তর রিপোর্ট, তাহিরপুর

প্রকাশ: ২০ আগস্ট ২০২০, ০৪:১২ পিএম

তাহিরপুরের সহকারী কমিশনার করোনায় আক্রান্ত

সুনামগঞ্জের তাহিরপুরে সহকারী কমিশনার (ভূমি) করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদ্মাসন সিংহ বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন।

ইউএনও জানান, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন গত কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। গত রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে তিনি নিজেই নমুনা প্রদান করেন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাবে তার নমুনা পাঠানো হলে মঙ্গলবার রাতে তার পজিটিভ রিপোর্ট আসে।

বৃহস্পতিবার তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন যুগান্তরকে বলেন, সহকারী কমিশনার (ভূমি) উপজেলা সদরে ডাক-বাংলোতে মঙ্গলবার রাত হতেই আইসোলেশনে রয়েছেন।

সুনামগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম