|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। রোববার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮ জন করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে গত ১৪৫ দিনে এ জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২৩২ জন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর জানান, শনিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ২৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৫ জন পজিটিভ হন। টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে ১৯ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের পজিটিভ আসে। নতুন আক্রান্ত ৭৮ জনের মধ্যে ৩৭ জন পুরুষ, ৩৬ জন নারী ও পাঁচজন শিশু।
তিনি আরও জানান, শনিবার দুপুর পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৩২ জন। সদরে ৫০ জনসহ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস মুক্ত হয়েছেন ৫২ জন। এ সময় মারা গেছেন জয়পুরহাটের এক ব্যক্তি। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেলেন ১৪৫ জন। মোট সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৫৭ জন।
