ডা. মতিয়ার রহমান। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যশোরের শার্শা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। মৃত ওই চিকিৎসকের নাম ডা. মতিয়ার রহমান (৫২)।
রোববার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
মৃত ডা. মতিয়ার শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় বাগআঁচড়া উপস্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন।
তিনি যশোরের শার্শার বাগআঁচড়া ঘোষপাড়া এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতানপুরে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, গত ২০ আগস্ট চিকিৎসক মতিয়ারের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ার পর স্বাস্থ্য বিভাগের পরামর্শে তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। পরে শ্বাসকষ্ট দেখা দিলে শুক্রবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে রাতে চিকিৎসাধীন থেকে মতিয়ার রহমানের মৃত্যু হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল বলেন, কোভিড-১৯ আক্রান্ত হয়ে রোববার রাতে ডা. মতিয়ার রহমান মারা যান।
