প্লাজমা দিতে ঢাকায় কুড়িগ্রামের করোনাজয়ী ২৪ পুলিশ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:৩২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
করোনাভাইরাসে আক্রান্তদের প্লাজমা দিতে রাজধানীতে গেলেন করোনাযুদ্ধে জয়ী কুড়িগ্রাম পুলিশের ২৪ সদস্য। বুধবার তারা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পৌঁছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় কুড়িগ্রাম জেলা পুলিশ লাইনস থেকে আনুষ্ঠানিকভাবে তাদের বিদায় জানান পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।
কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, করোনাকালে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন জেলা পুলিশ কুড়িগ্রামের সদস্যরা। দায়িত্ব পালন করতে গিয়ে তারা অনেকেই আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৭ জন। দুর্ভাগ্যজনকভাবে আমরা হারিয়েছি দুইজন পুলিশ সদস্যকে। বাকিরা আল্লাহর রহমতে সুস্থ হয়ে আবারও দায়িত্ব পালন করছেন।
এ পর্যন্ত গবেষণায় প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, করোনা থেকে মুক্ত রোগীদের শরীরে তৈরিকৃত এন্টিবডি অন্য রোগীদের চিকিৎসায় ভালো ফল দেয়, যা মূলত সংগ্রহ করা হয় রক্তের একটি উপাদান প্লাজমা থেকে। কুড়িগ্রাম জেলা পুলিশের করোনাজয়ী ২৪ জন পুলিশ সদস্য রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতালে প্লাজমা দেয়ার নিমিত্তে বুধবার ঢাকায় পৌঁছতে পেরেছেন। হাজারও করোনা আক্রান্ত রোগীর জীবন বাঁচাতে জেলা পুলিশের করোনাজয়ী ২৪ জন সদস্য অবদান রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল উৎপল কুমার জানান, মঙ্গলবার রাতে রক্তের প্লাজমা দিতে রাজারবাগ পুলিশ লাইনের কেন্দ্রীয় হাসপাতালে ২৪ জন করোনাজয়ী পুলিশ সদস্য আনুষ্ঠানিকতার পরে শ্যামলী পরিবহনে করে রওনা দেন। পুলিশ সুপার ও অন্যান্য কর্মকর্তা তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় দেন।
এ সময় সদর থানার ওসি মাহফুজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
